সূচকের পতনে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৫:১০:৫৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা।
রোববার ডিএসইতে ৩৬১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮১৬ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।সিএসইতে ১৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












