শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ইস্টার্ন লুব্রিকেন্টস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৬:১৯:৫৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জেকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোন কারণ আছে কিনা তা জানতে চেয়ে সম্প্রতি ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

গত কয়েক কার্যদিবস যাবৎ ধারাবাহিকভাবে বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ১০ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৫৭.৪০ টাকায়। যা ৩১ মার্চ দর বেড়ে লেনদেন হয়েছে ১৫৯৭.৩০ টাকা। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৩৯.৯০ টাকা বা ২৭.০৩ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

সান বিডি/এসকেএস