শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না কে অ্যান্ড কিউ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৬:২২:৫৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জেকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
গত কয়েক কার্যদিবস যাবৎই বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ৩ মার্চ কোম্পানিটির শেয়ার দর ১৯৬.১০ টাকা। আর ৩১ মার্চ দর বেড়ে ২৩৯.৭০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৪৩.৬০ টাকা বা ২২.২৩ শতাংশ বেড়েছে। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













