ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১৬:২৬:৫৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭০ লাখ ৩৪ হাজার ৬০০টি শেয়ার ১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৫ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭০ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে আরডি ফুডের।
এছাড়া বারাকা পাওয়ারের ১৩ লাখ ৫০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৬ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮১ লাখ টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮ লাখ টাকার, এমএল ডাইংয়ের ১৪ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৮ লাখ ৯৪ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১০ লাখ ৪৭ হাজার টাকার, রেনেটার ৫৯ লাখ ৫১ হাজার টাকার এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












