পুঁজিবাজারে আসছে এসবিএসি ব্যাংক
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-৩১ ২০:১১:০৬

পুঁজিবাজারে আসতে চায় নতুন প্রজন্মের ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। পুঁজিবাজারে আসার জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ চুক্তি করেছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর সিইও (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সোহেল রহমান।
এসময়ে ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডেপুটি সিইও সুলতান আহমেদ, ব্যাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ব্যাংকটি ফিক্সট প্রাইস পদ্ধতিতে বাজারে আসতে চায়। ব্যাংকটি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ২০০ কোটি টাকা তুলতে চায়। সবশেষ হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা।
উল্লেখ, ২০১৩ সালে চালু হওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৫৬৫ কোটি টাকা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













