চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে চোর সন্দেহে মোস্তফা গাজী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ৩টার দিকে ইউনিয়নের সেনগাঁও গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
মোস্তফা গাজী পাশ্বর্বতী শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুঁয়া গ্রামের গাজী বাড়ির ইসমাইল গাজীর ছেলে।
সেনগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল জানান, রাত ৩টার দিকে ওই বাড়িতে চিৎকার শুনা যায়। সকালে লোকজন বাড়ির উত্তর পাশে যুবকের লাশ দেখতে পায়। রাতে মোস্তফা ওই বাড়িতে ঢুকলে গরু চোর সন্দেহে ফয়সাল, মো. কাদির, ইমাম হোসেন, শাহজাহানসহ ৮/১০জন যুবক তাকে লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। পরে তার মৃতদেহ বাড়ির রাস্তার পাশে রেখে তারা পালিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ রাইজিংবিডিকে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।