ম্যারিকোর নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০১ ১১:১৭:১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ ১১ মাসের হিসাব নিরীক্ষা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৮ এপ্রিল।
তবে এই বিষয়ে ডিএসই’র ওয়েবসাইটে আগাম কোন ঘোষণা দেওয়া হয়নি। আর এর আগে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছিল। কিন্তু সেই সময় ডিএসই’র নোটিশে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
এর আগে এপ্রিল’১৮ থেকে সেপ্টেম্বর’১৮ পর্যন্ত ৬ মাসের হিসাব মূল্যায়ন করে শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ অভ্যন্তরীণ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এপ্রিল’১৮ থেকে ফেব্রুয়ারি’১৯ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১.৫৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৯.৭৫ টাকা।
এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৮.৯৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮০.৮৮ টাকা।
উল্লেখ্য মার্চ মাসে কোম্পানিটির পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়াতে সাড়ে ২৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













