নাসির উদ্দিন চৌধুরী মাইডাস ফাইন্যান্সিংয়ের নতুন চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০১ ১৫:১৫:৩৪


পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

গত ২৭ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটির ৩০৩তম পর্ষদ সভায় আগামী দু’বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে তিনি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই ২০০২ থেকে এপ্রিল ২০১১ পর্যন্ত তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এ নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং এর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান আর্থিক সেক্টরে শক্তিশালী অবস্থানে উন্নীত হয়েছে। তিনি বেঙ্গল মীট প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সক্রিয় পরিচালক।

তিনি ঢাকা স্টক এক্সেচেঞ্জের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে মে ২০১০ থেকে মার্চ ২০১১ এবং সম্মানিত পরিচালক হিসেবে মে ২০০৮ থেকে মে ২০১০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি দেশের অন্যতম প্রথম ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান- ‘বিডি ভেঞ্চার লিমিটেড’ এর সভাপতি হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইন বিষয়ে তাঁর স্নাতক ডিগ্রি রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে লিডারশীপ সার্টিফিকেট কোর্স করেন। নেতৃত্বদানের গুনাবলীর সুবাদে তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের আজীবন সদস্যপদ লাভ করেছেন। তিনি ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন, ঢাকা- এর সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ঢাকা ক্লাব, চট্টগ্রাম ক্লাব এবং উত্তরা ক্লাবের একজন সক্রিয় সদস্য। নাসির উদ্দীন রামু গল্ফ ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

দীর্ঘ অভিজ্ঞতার আলোকে অর্জিত মেধা ও মননশীলতার মাধ্যমে আর্থিক সেক্টরে কার্যকর ও যথাযথ ভুমিকা রাখার প্রত্যয় নিয়ে জনাব চৌধুরী মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রত্যাশা করা যায় যে, স্বীয় দূরদর্শিতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠানটির গঠনমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনতে সক্ষম হবেন এবং কোম্পানির আর্থিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।

সান বিডি/এসকেএস