
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির রেকর্ড তারিখ ১৮ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার কোম্পানিটি ১১ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
১১ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ টাকা ৫৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৯ টাকা ৭৫ পয়সা।
আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৮ টাকা ৯৩ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৭ টাকা ৩৮ পয়সা।
সান বিডি/এসকেএস