
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকার পুরোটাই দখল করেছে বিমা খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০টিই বিমা কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার গেইনার তালিকার শীর্ষে রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯৯ বারে ৪ লাখ ৩৫ হাজার ৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ২১২ বারে ২ লাখ ৮১ হাজার ৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৬৫ লাখ টাকা।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৭০৭ বারে ৮ লাখ ৪৩ হাজার ১১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
সান বিডি/এসকেএস