পুঁজিবাজারে বেড়েছে বিদেশীদের শেয়ার বিক্রির পরিমাণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০২ ০৯:২২:৩৬

দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। ফেব্রুয়ারি মাসে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ছিলো ৮৭৩ কোটি টাকা। আগের মাসের এই লেনদেনের পরিমাণ ছিলো ৮৫১ কোটি টাকার। অন্যদিকে গত মাসে কেনার চেয়ে বেশি বিক্রি করেছে তারা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফেব্রুয়ারি মাসে বিদেশীরা মোট ৮৭৩ কোটি টাকার লেনদেন করেছে। আগের মাসে লেনদেন ছিল ৮৫১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ২২ কোটি টাকা।
অন্যদিকে ফেব্রুয়ারি মাসে বিদেশীরা ৪৯৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন । এর বিপরীতে কিনেছেন ৩৭৫ কোটি টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সময়ে ১২৩ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন।
গত ফেব্রুয়ারি মাসে বিদেশি নিট বিনিয়োগ বেড়েছিল ৩২৩ কোটি টাকা। ওই মাসে বিদেশিরা ৫৮৭ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কিনেছিলেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেন ২৬৩ কোটি ৯৭ লাখ টাকা। আর জানুয়ারি মাসে নিট বিনিয়োগ ছিল ১৭৫ কোটি ২৯ লাখ টাকা।
গত ডিসেম্বর মাসে শেয়ার বিক্রির পরিমাণও বেশি ছিল। ওই মাসে বিদেশিরা ২৪৬ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার কিনেছিলেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেন ৩৪৭ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা। সেই হিসাবে ডিসেম্বরে নিট বিনিয়োগ কমেছিল ১০১ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা।
সান বিডি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












