ব্লক মার্কেটে লেনদেন ৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০২ ১৬:৫৬:৪৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির লেনদেন হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া। কোম্পানিটির মোট ১ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা আরডি ফুডের  ৭৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা রেনেটার ৫৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবল ৬ লাখ ৭২ হাজার, লিগ্যাসি ফুটওয়্যার ৫ লাখ ২৬ হাজার, কনফিডেন্স সিমেন্ট ৫৮ লাখ ৮০ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস