শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০২ ১৭:০৪:১১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৮৪ বারে ৬ লাখ ২৫ হাজার ৬৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৭ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ২৭১ বারে ২৬ লাখ ৭৪ হাজার ৬৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬ লাখ টাকা।

এই তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের দর বেড়েছে ৬০ পয়সা বা  শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৪১ বারে ১২ লাখ ২৪ হাজার ৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, ফেডারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, ফ্যাস ফিন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।সান বিডি/এসকেএস