মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পেল ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৩ ১০:৫০:২৭


পুঁজিবাজারে ভাল ইস্যু এবং যথাযথ সহায়তা দিতে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩১ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের মার্চেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে।

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি: নামে মার্চেন্ট ব্যাংকটি পরিচালিত হবে। এটি ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

সান বিডি/এসকেএস