
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২৩ লাখ ৮১ হাজার ৭৫৪টি শেয়ার ১৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার অর্থাৎ ৪ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৫ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।
এছাড়া বাটা সু’র ১৪ লাখ ৫৩ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২৩ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১৪ লাখ ৪৬ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৯৭ হাজার টাকার, আরডি ফুডের ৪৩ লাখ ৫৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫১ লাখ ৩০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস