
আসন্ন বিশ্বকাপের জন্য প্রথম দল হিসেবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। অভিনব পদ্ধতিতে এ চূড়ান্ত দল ঘোষণা করেছে কিউই বোর্ড। বুধবার সকালে ক্রাইস্টচার্চের একটি স্কুলে এ কাজ সম্পন্ন করে এনজেডসি।
টাই টাপু বিদ্যালয়ে স্থানীয় সময় বেলা ১১টায় বিশ্বকাপের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। ওই সময় সেখানে হাজির ছিলেন দলের চার ক্রিকেটার হেনরি নিকোলস, ম্যাট হেনরি, রস টেইলর ও টম লাথাম। নিকোলস এ স্কুলেরই ছাত্র ছিলেন।
১৫ সদস্যের নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, টম লাথাম (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্রান্ডহোম, ইস সোধি, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, জিমি নিশাম, কলিন মানরো ও ম্যাট হেনরি।