সিংগাপুরের বিখ্যাত লাইফস্টাইল ব্র্যান্ড লাফ্জের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লাফ্জ পিটিই ইন্টারন্যাশনাল এবং মাশরাফির মধ্যে এক বছর মেয়াদি আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য লাফ্জ অ্যালকোহল মুক্ত এবং হালাল সার্টিফাইড বডি স্প্রে ব্র্যান্ড ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাফ্জ বাংলাদেশ ইউনিট এর হেড অফ চ্যানেল ডেভেলপমেন্ট মোহাম্মাদ তানভীর মাহামুদ ,হেড অফ অপারেশন মোহাম্মাদ জাহিদুল ইসলাম, লাফ্জ এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর জয়নাল হোসেন বাপ্পি এবং ক্রিকফ্রেঞ্জির সিইও কামাল হোসেন রনি ।
তানভীর মাহামুদ জানান , “যারা অ্যালকোহল মুক্ত এবং হালাল পণ্য ব্যবহার করতে চান তাদের কথা ভেবেই আমাদের এই প্রয়াস এবং মাশরাফির মত জাতীয় তারকাকে আমাদের সাথে যুক্ত করতে পেরে আমরা অনেক গর্বিত।
মাশরাফি জানান , “ এই দেশের ধর্ম প্রাণ মানুষদের জন্য এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এধরনের উদ্যোগকে আমি সব সময় স্বাগত জানাই।”
প্রথম পর্যায়ে লাফ্জ বাংলাদেশ মার্কেটে ছেলেদের জন্য অ্যালকোহল মুক্ত ও হালাল সার্টিফাইড বডি স্প্রে নিয়ে আসছে, যা পাওয়া যাবে ৮টি ভিন্ন ফ্রেগ্রেন্সে।