অনুমোদিত মূলধন ১৫’শ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৪ ১১:১৯:০৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ১৫’শ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা রয়েছে। গত ১২ মার্চ কোম্পানিটির বোর্ড সভা অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু বাংলাদেশে ব্যাংকের পরামর্শ অনুযায়ী ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকার পরিবর্তে ১৫’শ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়।
ব্যাংকটির বিশেষ সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর অনুমোদিত মূলধন বাড়ানো হবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













