
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক এ মতিন চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই উদ্যোক্তা ৫ লাখ শেয়ার কিনবেন।
এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ এপ্রিলের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানির মোট শেয়ারের ৪৫.৪৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩২.৫৮ শতাংশ শেয়ার, বিদেশিদের কাছে রয়েছে ৩.৫৮ শতাংশ এবং ১৮.৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
সান বিডি/এসকেএস