এজিএমের সময় ও ভেন্যু জানিয়েছে লিন্ডে বিডি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৪ ১৫:৪৯:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের লিন্ডে বাংলাদেশ লিমিটেডবার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু জানিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল, মঙ্গলবার সকাল ১১টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বের ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সান বিডি/এসকেএস