সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৫ ১৩:১৫:২১


সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৯.১৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৪৪৬ কোটি টাকার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৫৬৭ কোটি টাকা বা ৩৯ দশমিক ১৮ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ১২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ৪৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে  ১ দশমিক ৩০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে  ১ দশমিক ১৩ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৮৩ শতাংশ বা ৪৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ০৩ শতাংশ বা ২২ দশমিক ২২ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৯৪ শতাংশ বা ১২ দশমিক ০৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির। আর দর কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৯ কোটি টাকা। সার্বিক সূচক কমেছে দশমিক ৮৩ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। আর দর কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

সান বিডি/এসকেএস