মার্চে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৬ ১৪:৪৪:৫২

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের মার্চ মাসে সরকারের রাজস্ব আয় কমেছে ১৮ লাখ টাকা । ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ২৩ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৫৯৩ টাকা। ফেব্রুয়ারিতে যা আদায় হয় ২৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ মার্চ মাসে রাজস্ব কমেছে ১৮ লাখ ৫ হাজার ২২৬ টাকা।
গত মার্চ মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৯ লাখ ৬২ হাজার ৫০৪ টাকা। যা ফেব্রুয়ারি মাসে হয়েছিল ৯ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৬৫১ টাকা। সে হিসেবে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় কমেছে ৪ কোটি ৬২ লাখ ৮১ হাজার ৮৫৩ টাকা।
এছাড়া আলোচিত সময়ে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৮৯ টাকা। যা ফেব্রুয়ারি মাসে হয়েছিল ১৩ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৭১৬ টাকা। সে হিসেবে ব্রোকারেজ হাউজগুলো থেকে রাজস্ব আদায় কমেছে ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ৬২৭ টাকা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












