সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে লেনদেন ৬১ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৬ ১৭:৩৬:৩৬

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠানের মোট ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৮ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এই কোম্পানির ৪ কোটি ৭৯ লাখ ৫৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৭৯লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া। কোম্পানিটির মোট ৫৭ লাখ ১৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। কোম্পানিটির মোট ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৫৭ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সিঙ্গারবিডি, বারাকা পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, লিগ্যাসি ফুটওয়্যার, কনফিডেন্স সিমেন্ট, বাটা সু, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক, এমটিবি, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আরডি ফুড, বসুন্ধরা পেপার মিল, জেনারেশন নেক্সট, রেনউইক যজ্ঞেশ্বর, জিপি, রেনেটা, বিএটিবিসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ও ইউনাইটেড পাওয়ার।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












