আরডি ফুডের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৭ ১১:০০:১২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরডি ফুডের উদ্যোক্তা পরিচালকেরা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা এস.এম ফকরুজ্জামান ৯ লাখ ২৫ হাজার বেচা সম্পন্ন করেছে। অন্যদিকে কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি ৯ লাখ ২৫ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছে।
উল্লেখ্য, আরডি ফুডের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০.৩৬ শতাংশ শেয়ার আছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













