আলহাজ টেক্সটাইলকে ২৫ কোটি টাকা দিল অগ্রনী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৭ ১১:৩০:০৯


আলহাজ টেক্সটাইল মিলসকে উচ্চ-আদালতের নির্দেশে ২৫ কোটি টাকা প্রদান করেছে অগ্রনী ব্যাংক। গত ২ এপ্রিল ব্যাংকটি থেকে ২৫ কোটি টাকার পে অর্ডার প্রদান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে ১৪ জানুয়ারী অর্থ নিয়ে চলমান মামলায় আলহাজ টেক্সটাইল মিলসের পক্ষে রায় দেন উচ্চ-আদালত। কোম্পানিটিকে ৫৫ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংককে নির্দেশ দেন উচ্চ-আদালতের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিস রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ। তবে গত ১০ মার্চ উচ্চ-আদালতের আপীল বিভাগ ব্যাংকটিকে ৪ এপ্রিলের মধ্যে ২৫ কোটি টাকা প্রদান করতে নির্দেশ দেয়।

সান বিডি/এসকেএস