ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন শুরু সোমবার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৭ ১৩:৫১:৪৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের লেনদেন চালু হবে সোমবার। রোববার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত রেখেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১২ টাকা ২৮ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সান বিডি/এসকেএস