লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৭ ১৬:২৫:৫৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির লেনদেন ছাড়িয়েছে ৩৩ কোটি ৭৬ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ৮ লাখ ৮৪ হাজার ৬৯৯ টি শেয়ার।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বাংলাদেশ লিমিটেডের আজ লেনদেন হয় ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৮ টি শেয়ার। আর লেনদেন ছাড়ায় ১৮ হাজার ৮৯ লাখ টাকা।

এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের আজ লেনদেন ছাড়ায় ১৫ কোটি ৭৩ লাখ টাকা। মোট লেনদেন হয় ৭ লাখ ৭১ হাজার ৮ টি শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: গ্রামীনফোন লিমিটেড,মুন্নু সিরামিকস, মুন্নু জুট স্টাফলার লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক , রেকিট বেনকিজার লিমিটেড, ন্যাশনাল পলিমার, অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

সান বিডি/এসকেএস