শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ণ কেবলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৭ ১৬:২৮:৪৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ কেবলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ শেয়ারটির দর বেড়েছে ২৫ টাকা ৮০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩২০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি  এক হাজার ৯৬৬ বারে ২ লাখ ৮০ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৮.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়।

কোম্পানিটি এক হাজার ২৮ বারে ৯ লাখ ৪৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন করে।

এই তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬৬ টাকা ৮০ পয়সা বা ৪.৭৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ এক হাজার ৪৬৪ টাকা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ৩৪৭  বারে ৬ হাজার ৭৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-রহিম টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি,ন্যাশনাল টিউবস,এটলাস বাংলাদেশ, ফনিক্স ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এসিআই লিমিটেড।

সান বিডি/এসকেএস