পাবনায় সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১০:৪২:৩৭
চলতি মৌসুমে পাবনায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবে, জেলায় ৩৮ হাজার ৮৭ টন সরিষা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও পাওয়া গেছে ৩৮ হাজার ৩০৩ টন। যেখানে গত মৌসুমে উৎপাদন ছিল ৩১ হাজার ৮৪০ টন।
জানা গেছে, আমদানি নির্ভরতা কমাতে ডাল, তেল ও মসলাজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্প নিয়ে এসেছে কৃষি মন্ত্রণালয়। এক্ষেত্রে প্রণোদনাও দেয়া হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে সরিষার আবাদে আগ্রহ বাড়ছে।
ঈশ্বরদী উপজেলার কৃষকরা জানান, কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে রোগবালাইহীনভাবে সরিষা আবাদ করে বিঘাপ্রতি প্রায় সাত মণ ফলন পেয়েছি। এ বছর সরিষা চাষীরা বেশ লাভবান হবেন। বর্তমান বাজারে সরিষা প্রায় ২ হাজার টাকা মণ বিক্রি হয়েছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নয়টি উপজেলায় এবার মৌসুমে ২৯ হাজার ৫২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। এ থেকে ৩৮ হাজার ৮৭ টন সরিষা উৎপাদনের লক্ষ্য নির্ধারিত থাকলেও উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৩০৩ টন। যেখানে ২০১৭-১৮ অর্থবছরে জেলার নয়টি উপজেলায় সরিষা আবাদ হয়েছিল ২৫ হাজার ৯৮৭ হেক্টর। উৎপাদন হয়েছিল ৩১ হাজার ৮৪০ টন।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজাহার আলী বলেন, নয়টি উপজেলাতেই সরিষার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে বারি-১৪ জাতের সরিষা আবাদে আশাতীত ফলন পেয়েছেন কৃষকরা। এর মধ্যে সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে সদর উপজেলায়।
তিনি জানান, পাবনা সদর উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৫০০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩৮৫ টন; আটঘড়িয়ায় ১ হাজার ৯০৫ হেক্টর ও ২ হাজার ৪৫৭ টন, ঈশ্বরদীতে ৮০০ হেক্টর ও ১ হাজার ৩২ টন, চাটমোহরে ৫ হাজার ৭১০ হেক্টর ও ৭ হাজার ৩৬৬ টন, ভাঙ্গুড়ায় ৫ হাজার ৬১৫ হেক্টর ও ৭ হাজার ২৪৪ টন, ফরিদপুরে ৪ হাজার ১০০ হেক্টর ও ৫ হাজার ২৮৯ টন, বেড়ায় ২ হাজার ৩৬০ হেক্টর ও ৩ হাজার ৪৪ টন, সাঁথিয়া উপজেলায় ১ হাজার ৮০০ হেক্টর ও ২ হাজার ৩২২ টন এবং সুজানগর উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৩৫ হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৯৪৮ টন।