গোল্ডেন হার্ভেস্টের রাইট শেয়ারে সংশোধনীর সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১১:১৫:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো রাইট শেয়ার ইস্যু প্রস্তাব সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি এখন ৩R:৪( অর্থাৎ৩টি রাইট শেয়ার দিবে ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে) হারে রাইট ইস্যু করবে।
এর আগে কোম্পানিটি ১: ১ আর অনুপাতে অর্থাৎ ১ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইটের শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়। অভিহিত মূল্যে এই শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। রাইটের মাধ্যমে কোম্পানিটি ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ার ইস্যু করবে।
রাইটের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ডিস্ট্রিবিউশন চ্যালেন এবং ঋণ পরিশোধ করবে।
তবে এর জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমতি নিবে। এই অনুমোদন পাওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে প্রস্তাব জমা দিবে কোম্পানিটি। এর জন্য কোম্পানিটি আগামী ২৬ মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে গোল্ডেন হারভেস্ট এগ্রোর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৩১ পয়সা।
২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ারের ৩৩.০৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫.৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১.৩৬ শতাংশ শেয়ার।
সান বিডি/এসকেএস