
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর মঙ্গলবার চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৭.০৫ শতাংশ নগদ এবং ৫.৯৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা । যা এর আগের বছর ছিল ২ টাকা ৪১ পয়সা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৫ পয়সা। যা এর আগের বছর ছিল ২৯ টাকা ৯৭ পয়সা।
সান বিডি/এসকেএস