
বস্ত্র খাতের নতুন কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিটের লেনদেনের প্রথম দিনে ৭০ পয়সা বা ১.৫৬ শতাংশ দর বেড়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে শেয়ারটি ৪৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন শুরু হয়। যা এক পর্যায়ে ৫৯ টাকায় পৌছে। তবে দিন শেষে কোম্পানির শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ৪৫ টাকা ৭০ পয়সায়।
কোম্পানিটির মোট ৩০ হাজার ৫৫৬ বারে ৬৭ লাখ ৮৩ হাজার ৮৬৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩২ কোটি ৮০ লাখ টাকা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৩৪ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি।
প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আর আইপিওর আগে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৪ পয়সা। একই সময় কোম্পানির মুনাফা হয়েছে ২০ কোটি ৪২ লাখ টাকা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) আইপিওর পরে কোম্পানির ইপিএস হয়েছে ৮৬ পয়সা। আইপিওর আগে আয় ছিল ১ টাকা ১৬ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে আইপিও পরবরর্তী কোম্পানির এনএভি হয়েছে ৩১ টাকা ৪৪ পয়সা।
সান বিডি/এসকেএস