
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবস পতনের বৃত্তে আবদ্ধ পুঁজিবাজার।
টানা ৪ কার্যদিবসে সূচকের প্রায় ২০০ পয়েন্টের পতন হয়েছে। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকা। এর আগে গত বছরের ২৫ মার্চ ডিএসই’তে লেনদেন হয়েছিল ২২৪ কোটি টাকা। অর্থাৎ একবছরের সর্বোনিম্ন অবস্থানে রয়েছে দৈনিক লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকা।
অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৮৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা।
সান বিডি/এসকেএস