শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১০ ১৬:৫০:১৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৪১ বারে ১ লাখ ২৩ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের দর বেড়েছে ২২ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ১৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৯১৮ বারে ৪ লাখ ৩৪ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ১২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৪২ বারে ২ লাখ ৯ হাজার ৪৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮০ লাখ ৩২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ইসলামী ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড সিরামিকস, এশিয়া ইন্স্যুরেন্স, ফরচুন সু’জ, প্রভাতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও মোজ্জাফর হোসাইন স্পিনিং মিলস।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












