ভারতের ৩২ লাখ টন তেলবীজ রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১১ ০৯:৫০:২২


আন্তর্জাতিক বাজারে ভারতের তেলবীজ রফতানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের তেলবীজের সম্মিলিত রফতানি আগের অর্থবছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৩২ লাখ টন ছাড়িয়ে গেছে। এক বছরের ব্যবধানেই দেশটি থেকে তেলবীজ রফতানি প্রায় পৌনে দুই লাখ টন বেড়েছে। সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কমোডিটি অনলাইন।

মুম্বাইভিত্তিক এসইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩২ লাখ ৫ হাজার ৭৬৮ টন তেলবীজ রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৬ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩০ লাখ ২৬ হাজার ৬২৮ টন তেলবীজ রফতানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে তেলবীজ রফতানি বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ১৪০ টন।

২০১৮-১৯ অর্থবছরে ভারত থেকে সব মিলিয়ে ১৩ লাখ ৩৭ হাজার ২১৫ টন সয়াবিন রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এসইএ। আগের অর্থবছরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে মোট ১১ লাখ ৮৭ হাজার ৮১৮ টন সয়াবিন রফতানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে পণ্যটির রফতানি বেড়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৯৭ টন। এ সময় ভারত থেকে ইরান ও থাইল্যান্ডে সবচেয়ে বেশি সয়াবিন রফতানি হয়েছে।

ভারতীয় রফতানিকারকরা ২০১৮-১৯ অর্থবছরে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে সবচেয়ে বেশি সরিষা রফতানি করেছে। এসইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ সময় দেশটি থেকে সব মিলিয়ে ১০ লাখ ৫১ হাজার ৮৬৯ টন সরিষা রফতানি হয়েছে।

এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ মার্চে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ লাখ ৬৩ হাজার ৮১৭ টন তেলবীজ রফতানি হয়েছে। ২০১৮ সালের মার্চে দেশটির রফতানিকারকরা মোট ২ লাখ ৬১ হাজার ৩০৮ টন তেলবীজ রফতানি করেছিল।