সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ২ ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১১ ১১:৩০:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেওয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন ব্যাংক:

কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.২২ টাকা এবং এককভাবে ৪.১৭ টাকা।একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩১.১২ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।

ঢাকা ব্যাংক:

কোম্পানিরট পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭৩ টাকা এবং এককভাবে ১.৬৭ টাকা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৯৮ টাকা এককভাবে ছিল ১.৮৪ টাকা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.২৩ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৮ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২০ মে সকাল ১১টায় রূপসী বাংলা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মে।

সান বিডি/এসকেএস