
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিলনা পর্ষদ চাঁদপুর পাওয়ার জেনারেশনে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চাঁদপুর পাওয়ার জেনারেশন লিমিটেড নামের কোম্পানিটির উৎপাদন ক্ষমতা হলো ১১৫ মেগাওয়াট। এর মধ্যে আগে এই প্রকল্পে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের মালিকানা ছিলো ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশোর মালিক ছিলো ডরিন পাওয়ার হাউজ অ্যান্ড টেকনোলজিস লিমিটেড। আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী এর ৯৯ দশমিক ৯৯ শতাংশের মালিক হবে ডরিন পাওয়ার।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র মতে, গত বছরের ১৭ জানুয়ারি জ্বালানি-বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ে জিওবি’র সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন করেছে। চুক্তির পর থেকে ১৮ মাসের মধ্যে প্লান্টির বাণিজ্যিক উৎপাদন শুরু করার কথা। সে হিসেবে আগামী ১৬ জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে। তবে চুক্তির সময়ের আগে প্লান্টের কাজ শেষ হয়ে গেলে আগেই সরকার চাইলে উৎপদন শুরু করতে পারে। অনুরুপভাবে কাজ শেষ করতে না পারলে কিছু সময় দেরিও হয়।
সূত্র মতে, ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্টের এই হেভি ফুয়েল অয়েল (এইচএফও)। বিপিডিবি’র সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) অনুযায়ী প্লান্টির মেয়াদ হবে ১৫ বছর। অর্থাৎ প্লান্ট নির্মাণের পর ১৫ বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে বিদ্যুত কিনবে সরকার। সরকার এর প্রতি ইউনিট ৭ টাকা ৯২ পয়সা দামে কিনবে।