সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ণ কেবলস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৩ ১১:৩৯:৫৭

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ কেবলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৮৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, গ্লাক্সোস্মিথক্লাইন, ফরচুন সুজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক ও হা-ওয়েল টেক্সটাইলস লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












