
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২০ দশমিক ৭৫ শতাংশ।গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর.এন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭.৫৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৫৭ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া দর পতনের তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সান বিডি/এসকেএস