
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১১ দশমিক ৯১ শতাংশ দর কমেছে। কোম্পানিটির ২৭ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ৬ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৬ লাখ ১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৯ লাখ ২৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এস্কয়ার নিট কম্পোজিট, ইস্টার্ণ ক্যাবলস, রেকিট বেনকিজার ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
সান বিডি/এসকেএস