সিমটেক্সের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৫ ১৪:৩৬:৩৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে সিমটেক্সের এক উদ্যোক্তা পরিচালক পৌনে ২৩ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ২২ লাখ ৭৫ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তার কাছে বর্তমানে কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৪৯টি শেয়ার রয়েছে।
মো. সিদ্দিকুর রহমানের ঘোষণাকৃত ২২ লাখ ৭৫ হাজার শেয়ার তার ছেলে নিয়াজ রহমান সাকিব উপহার হিসাবে গ্রহণ করবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













