শেয়ার দরপতনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৫ ১৬:৩২:৩৯


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৮৯ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১৪ বারে ৭ লাখ ২৮ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামীক ফিন্যান্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ০৫ শতাংশ বা ২ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৫৫ বারে ১ লাখ ৫৮ হাজার ৬৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ ৫৬ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ বা ২৯ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬ হাজার ৭৬৪ বারে ৭ লাখ ৪ হাজার ৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- কে এন্ড কিউ, লিগ্যাসি ফুটওয়্যার, ফার্স্ট ফিন্যান্স, মুন্নু স্টাফলার্স, ফনিক্স ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স ও রেকিট বেনকিজার।

সান বিডি/এসকেএস