রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিক প্রকাশ 

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৫ ১৯:৩৩:১৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত রেকিট বেনকিজার লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  আগের তুলনায় এই বছর কোম্পানিটির আয় বেড়েছে।

কোম্পানি সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৭ টাকা ৩৪ পয়সা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৭১ টাকা ৬২ পয়সা।