শেয়ার দর পতনের শীর্ষে রেকিট বেনকিজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৬ ১৬:৫৫:৩৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেকিট বেনকিজার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার রেকিট বেনকিজারের শেয়ারে ক্লোজিং দর ছিল ৩১০৫.৪০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পনিটির শেয়ার দর দাঁড়ায় ২৫০১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০৩.৭০ টাকা বা ১৯.৪৪ শতাংশ।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ৯.৫৯ শতাংশ, ব্যাংক এশিয়ার ৯.০৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৮.৪১ শতাংশ, এমারেল্ড অয়েলের ৭.৭৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৭৯ শতাংশ, সমতা লেদারের ৬.৫৪ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৬.০৭ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৯০ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৫.৭৫ শতাংশ কমেছে।

সান বিডি/এসকেএস