ডিএসই ইনডেক্সে যুক্ত হলো এসএস স্টীল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৬ ১৮:২৪:০৭

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ইনডেক্সে যুক্ত হয়েছে । আগামী ২৩ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জের এসএস স্টীল তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ডিএসই’র ইনডেক্স কমিটির সুপারিশে অন্তবর্তীকালীন আইপিও অন্তর্ভুক্তি হিসেবে ডিএসইএক্স ইনডেক্সে স্থান পেয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২৪.৭০ টাকা।
উল্লেখ্য, পবিত্র শবে বরাত নিয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। ফলে আগামী রোববার অর্থাৎ ২১ এপ্রিল (১৪ শাবান) পবিত্র শবে বরাত পালিত হবে। ২২ এপ্রিল সোমবার থাকবে সরকারি ছুটি। সে হিসেবে ২৩ তারিখ থেকে এসএস স্টীল লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ইনডেক্সে যুক্ত হবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













