
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় একথা জানান তিনি।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি পরিস্কার ভাবে বলতে চাচ্ছি, এখন যে পদ্ধতিতে বিও খোলা যায়, সামনেও সেই একই পদ্ধতিতে বিও খোলার সুযোগ থাকবে।’
তিনি বলেন, এবারের প্রাক-বাজেটের এক আলোচনার আমি স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যে, শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট খোলায় জন্য টিআইএন বাধ্যতামূলক কিনা। সেই বিষয়টি নিয়ে সংবাদপত্রে লেখা হয়েছিল শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট করতে বিনিয়োগকারীদের টিআইএন বাধ্যতামূলক হতে যাচ্ছে।
বর্তমানে শেয়ারবাজারে ধসের অনেকগুলো কারণের মধ্যে টিআইএন ইস্যুটি নাকি একটি এমন কথা জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান আমাকে (এনবিআর চেয়ারম্যান)।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, প্রাক-বাজেট আলোচনায় টিআইএন নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল। আজ এনবিআর তা পরিষ্কার করে দিয়েছে। এটি নিয়ে বাজারে অহেতুক আতঙ্ক তৈরি হয়েছিল। যা কারো কাম্য ছিল না। বিষয়টি পরিষ্কার করায় এনবিআরকে ডিএসইর পক্ষ থেকে ধন্যবাদ।