লোকসান থেকে বড় মুনাফায় নর্দার্ন জুট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৭ ১১:২৫:২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট লোকসান থেকে বড় মুনাফা করেছে। ২০১৮-২০১৯ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, জুলাই’১৮ থেকে মার্চ’১৯ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.১২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০.৩৮ টাকা।

এদিকে জানুয়ারি’১৯ থেকে মার্চ’১৯ পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ৭.০৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩.৯৩ টাকা।

এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৫.১৬ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭.২৯ টাকা ঋণাত্মক।

সান বিডি/এসকেএস