ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৭ ১৬:২৫:৩৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৩১ লাখ ৯৬ হাজার ৯৯৮টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১৩ কোটি ১৫ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার একমি ল্যাবরেটরিজের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৯২ লাখ ৫৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮ লাখ ৯৬ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৭ লাখ ৫৩ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৫ লাখ ৪৯ হাজার টাকার, শাশা ডেনিমসের ২১ লাখ ৩২ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪৮ লাখ ৬ হাজার টাকার এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস