সবার জন্য পুঁজিবাজার নয়;বাজার পড়ে উঠার জন্য
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-১৭ ২১:৩৬:২৩

পুঁজিবাজার পড়ে উঠার জন্য। আবার উঠে পড়ার জন্য। এটিই বাজারের নিয়ম। এর মধ্যেই ব্যবসা করতে হবে। তবে এর জন্য প্রয়োজন শিক্ষা। কোন সময় শেয়ার কিনবো আর কোন সময় বিক্রি করবে এবং কোম্পানি কোম্পানির শেয়ার কিনবে। কিনে ব্যবসা করার জন্য অপেক্ষা করতে হবে। ন্যাশনাল ওয়াইড ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে এসব কথা আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার ভূঁইয়া। এই প্রশিক্ষণটি আয়োজন করে আইআইডিএফসি সিকিউরিটিজ।
প্রতিষ্ঠানটির সিওও মো. আলমগীর হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো. শফিউল আজম, আইআইডিএফসি সিকিউরিটিজের সিইও আশরাফুন্নেসা মালা এবং আইআইডিএফসির সিএফও লিংকন মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিনিয়োগকারীরা।
গোলাম সারওয়ার ভূঁইয়া বলেন, পুঁজিবাজার সবার জন্য নয়। এটি হলো পুঁজিপতিদের বাজার। যাদের খরচের অতিরিক্ত টাকা আছে তারাই এখানে আসবে। বিনিয়োগ করবে এবং মুনাফা করে নিতে পারবে। একই সঙ্গে বাজার বিষয়ে জ্ঞান থাকতে হবে। যাদের পেশাই এটি; তারাই বাজার থাকবে। বাকী সবাই এক সময় আউট হয়ে যাবে।
তিনি বলেন, আমাদের বিনিয়োগকারীদের বেশির ভাগ বড় ভাইয়ের কথা শেয়ার কিনে। আর বড় ভাইও এমন যে সময় শেয়ার বিক্রির সময় হয়; ওই সময় ছোট ভাইদের শেয়ার কিনার জন্য বলে। ভাই এর বিক্রি শেষ হলে আস্তে করে বের হয়ে যায়।
তিনি বলেন, আপনার দৈনন্দিন জীবনের বাজার করার জন্য আপনি একটি পণ্য যেভাবে দেখেন; তার চেয়ে অনেক বেশি যত্ন নিয়ে এখানে শেয়ার কিনতে হবে। তাহলেই আপনি এই বাজার থেকে মুনাফা নিতে পারবেন। গুজবে বা কারো কথায় শেয়ার কিনবেন না। এটি কররে জীবন শেষ। আরেকটি বিষয় হলো ভূলেও মার্জিন নিয়ে ব্যবসার কথা চিন্তা করবেন না।
বিএসইসির পরিচালক শফিউল আজম বলেন, শেয়ারের দাম কমে গেলেই বিএসইসি, ডিএসইকে দায়ী করে। বিএসইসি বা ডিএসই কী তাদেরকে বাজারে আসতে বাধ্য করেছে? নিজেদের সিদ্ধান্তে বিনিয়োগ করে; লোকসান করে, দোষ দেয় রেগুলেটরের। বিনিয়োগ করার আগে অবশ্যই ইস্যূয়ার কোম্পানি সম্পর্কে জানতে হবে।
তিনি আওর বলেন, এই বাজারে বিনিয়োগ করার জন্য সচেতন হতে হবে। এর কোনো বিকল্প নেই। সিকিউরিটিজ আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ঝুঁকি সম্পর্কে জানতে হবে। আরেকজনকে অনুসরণ করে নিজে বিপথে পড়ে হায় হায় করার আগে ইতিহাস জেনে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদের গুজব অর্থ জানতে হবে। মূলত গুজব হচ্ছে কারসাজির প্রথম ধাপ। তিন মাসে ডাবলের কথা শুনে যারা বিনিয়োগ করবে তাদের মনে রাখতে হবে তারা ট্রাপে পড়ছে। কারণ গুজব তখনই ছড়ানো হয় যখন কারসাজি ওয়ালারা বের হয়ে যায়।
আশরাফুন্নেসা মালা বলেন, পুঁজিবাজার হলো আগামীর বাজার। সব কিছু শেষ হয়ে গেলেও আগামীতে বাজার থাকবে। এই বাজারে ব্যবসা করতে হলে ধয্য থাকতে হবে।
আইআইডিএফসির সিএফও লিংকন মন্ডল বলেন,তথ্যের উপর ভিত্তি করে বাজারে বিনিয়োগ করতে হবে; কারো কান কথায় নয়। বিনিয়োগের জন্য পদ্ধতি জানা অনেক জরুরি বলেও মনে করেন তিনি।
সান বিডি/জিইউ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












