
পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রপ্তানি ট্রফি পচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি প্রতিষ্ঠান। ২০১৬-১৭ অর্থবছরে দেশের রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ ট্রফি দেওয়া হয়েছে। এই অর্থবছরে মোট ৬৬টি প্রতিষ্ঠান এই সম্মান পেতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানি বাণিজ্যে উৎসাহ দেয়া এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির উদ্দেশে বিভিন্ন খাতে রপ্তানি পদক দেয়া হয়। এ ক্ষেত্রে রপ্তানি আয়, আয়ের প্রবৃদ্ধি, নতুন পণ্য সংযোজন, নতুন বাজার ও পরিবেশসম্মত উৎপাদন পরিবেশকে বিবেচনায় নেয়া হয়।
বাণিজ্য সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি এসব সূচক বিশ্লেষণের মাধ্যমে জাতীয় রপ্তানি ট্রফির জন্য যোগ্য প্রতিষ্ঠানকে নির্বাচিত করে। ইপিবি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এফবিসিসিআইসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।
সূত্র মতে, এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে স্বর্ণ পদক পাচ্ছে ৪টি, রৌপ্য ২টি এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- স্বর্ণ পদক পণ্য খাত টেক্সটাইল ফেব্রিক্সে এনভয় টেক্সটাইল, সিরামিক সামগ্রীর ক্ষেত্রে শাইন পুকুর, ফার্মাসিটিউক্যালস খাতে স্কয়ার ফার্মা এবং নারী উদ্যোক্তা ক্যাটাগড়িতে মুন্ন সিরামিক পাচ্ছে স্বর্ণ পদক।
শিল্পজাত পণ্যে রৌপ্য পদক পাচ্ছে বিএসআরএম স্টিল এবং ইপিজেডে ১০০ শতাংশ দেশী মালিকানায় শাশা ডেনিমস পাচ্ছে রৌপ্য পদক। অন্যদিকে পণ্য খাতে সকল ধরণের সূতায় ম্যাকসন স্পিনিং পাচ্ছে ব্রোঞ্জ এবং টেক্সটাইল ফেব্রিক্সে প্যারামাউন্ট টেক্সটাইল পাচ্ছে ব্রোঞ্জ পদক।
জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুসারে এবার তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, অন্যান্য শিল্প পণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানাসহ মোট ২৮টি শ্রেণিতে এই পদক দেয়া হবে।